ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌছে দিলেন জেলা প্রশাসক

পটুয়াখালীতে করোনা ভাইরাসের প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ দুই শতাধিক নৌযান ও ঘাট শ্রমিকদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর মানবিক সহায়তা পৌছে দিলেন জেলা প্রশাসক। ২৫ এপ্রিল রবিবার বিকাল ৪টায় পটুয়াখালী লঞ্চঘাট টার্মিনালে উক্ত

মানবিক সহায়তা বিতরন পূর্ব সদর ইউএনও লতিফা জান্নাতীর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর

মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, যুগ্মসাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবীর প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জালাল আহমেদ, সদর থানার ইনচার্জ আবতার মোর্শেদ, পোর্ট অফিসার মোঃ

মহিউদ্দিনসহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে ঘাটে লঙরকৃত তিনটি দোতলা লঞ্চের শ্রমিকদেরসহ ঘাটের দুই শতাধিক শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর মানবিক সহায়তা শ্রমিকদের হাতে দেন। বিতরনকৃত মানবিক সহায়তার মধ্যে প্রতিজনকে ১ কেজি চাল, কেজি আলু, ১লিটার তৈল, কেজি ডাল, কেজি চিনি, আধাকেছি ছোলা, আধাকেজি মুড়ি ও ১টি লক্স সাবান। এ মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান। বক্তারা করোনা সংক্রম মোকাবেলায় সবাইকে নিয়মিত মাস্ক ব্যবহারসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

ads

Our Facebook Page